Amar Bhaier Rokte Rangano lyrics দেওয়ার আগে এই গান বা কবিতাটির ইতিহাস জানানো দরকার। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটি প্রথমে একটি খবরের দৈনিকের শেষের পাতায় একুশের গান শিরোনাম দিয়ে প্রকাশিত হয়।
তখন লেখকের নাম ছাপা হয়নি। পরবর্তীতে অবশ্য লেখক তথা কথাশিল্পীর নাম প্রকাশিত হয়। হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সংকলনে ১৯৫৪ সালে এটি প্রকাশিত হয় ।
কিন্তু গানটি এর অনেক আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী লেখা হয়ে গিয়েছিল। গানটির রচনাকার লেখক ও সাংবাদিক Abdul Gaffar Chowdhury। পরে অবশ্য তৎকালীন পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে।
পিছনের ইতিহাস :
গান/সাহিত্য/সংস্কৃতি বয়ে নিয়ে চলে কত সংগ্রামের ইতিহাস, কর লড়াইয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। তেমনই বাংলাদেশের রক্তজয়ী ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছে একুশের গান - " Amar Bhaier Rokte Rangano Ekushe Gebruary ".
শুরুতে এই গানটি কবিতার আকারে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মহাশয় কবিতাটি আব্দুল লতিফকে দিয়েছিলেন গানের সুর দিতে। এবং লতিফ আতিকুল ইসলাম এই গানটি প্রথম গিয়েছিলেন। ঢাকা কলেজের কিছু ছাত্রযুব কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপন করতে গিয়ে এই গানটি গেয়েছিলেন । এবং শাস্তি হিসেবে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে সেই সময়কার নামকরা সুরকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মামুদ এই গানটিতে সুর দান করেন এবং খুব জনপ্রিয় হয় । বর্তমানে তাঁরই সুর দেওয়া গানটি আমরা শুনি । আজও প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি (আন্তর্জাতিক ভাষা দিবস) দিনটিতে আপামর সব বাঙালি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই গানটি গেয়ে বিভিন্ন অনুষ্ঠানে সামিল হন। এবং বাংলাদেশে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান।
BBC এর এক সমীক্ষায় বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এই গানটি তৃতীয় স্থান লাভ করেছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো Song Credits
📌 গানের টাইটেল | আমার ভাইয়ের রক্তে রাঙানো |
🎙️ সিঙ্গার | সমবেত সংগীত |
✒️ গীতিকার | আব্দুল গাফফার চৌধুরী |
🎼 সুরকার | শহীদ আলতাফ মাহমুদ |
Amar Bhaier Rokte Rangano Lyrics
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো
জাগো নাগিনীরা জাগো জাগো
জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
জাগো নাগিনীরা জাগো
জাগো নাগিনীরা জাগো জাগো
জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি ?
তবু তোরা পার পাবি ?
না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনো এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন
এমন সময় ঝড় এলো, ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে
দেশের দাবীকে রোখে
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে
দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি
(তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।)
Amar Bhaier Rokte Rangano Lyrics in English
Aamar bhaier rokte rangano ekushe February
Aami ki vulte pari
Chhelehara shato maer oshru gora a February
Aami ki vulte pari
Aamar sonar desher rakte rangano ekushe February
Ami ki vulte pari
Jago naginira jago
Jago naginira jago jago
Jago kalboshakhira
Sishu hattar bikhhabhe aaj kapuk basundhara
Desher sonar chele khun kore rokhe manusher dabi
Din bodoler kranti lagne tobu tora par pabi, tobu tora par pabi.
Na, na khun ranga etihase sesh rai deya tari
Ekushe February ekushe February
Ekushe February ekushe February
Sedino emni nil gogoner basane shiter shese
Raat jaga chand chumo kheyechilo hese
Pathe pathe fote rajanigondha alokanda jeno,
Emni samai jhar elo ek jhar elo khepa buno
Sei andharer pashuder cheno
Tahader tore maer, boner, bhaier charam ghrina
Ora guli chore edesher prane dabike rokh
Oder grinna podaghat ei sara banglar buke
Ora edesher nai
Desher vagga ora kore bikrai
Ora manusher anna,bastra,shanti niyeche kari
Ekushe February ekhushe February !!
Tumi aaj jago tumi aaj jago ekushe February
Aajo jalimer karagare more bir cheke bir nari
Amar shohid bhaier aatma dake
Jago manusher supto shakti hate mate ghate bate
Darun krodher agune aabar jawlbe February
Ekushe February ekhushe February
Amar Bhaier Rokte Rangano গানটি সম্পর্কীয় FAQS:-
প্রশ্ন ১. " আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " কে / কারা গেয়েছেন ?
উত্তর: এই গানটি একটি সমবেত সংগীত।
প্রশ্ন ২. " আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " গানের কথা (Lyrics) কে লিখেছেন?
উত্তর: আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের কথা রচনা করেছেন Abdul Gaffar Chowdhury
প্রশ্ন ৩. " আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " গানটিতে সুর দিয়েছেন কে?
উত্তর: Amar Bhaier Rokte Rangano গানের সুরকার হলেন শহীদ আলতাফ মাহমুদ
প্রশ্ন ৪. " আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " গানটি কোন সিনেমার বা অ্যালবামের ?
উত্তর: " আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " গানটি কোনো সিনেমার / অ্যালবামের গান নয়। এটি ভাষা আন্দোলনের একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান।
আমরা আশা করি Amar Bhaier Rokte Rangano গানটির ইতিহাস ও গুরুত্ব বুঝতে পেরেছেন। আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যি কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
সব ধরনের গান এবং ভজন লিরিক্স + ভিডিওর জন্য LyricsInBengali.in এ ভিজিট করুন।
0 মন্তব্যসমূহ