"Chengiz Song Widda Lyrics / WIDDA / উইড্ডা " শীর্ষক গানটি - "Chengiz " সিনেমার । গানটি গেয়েছেন Divya Kumar। গানটির কথা লিখেছেন Pranjal Das এবং সুর দিয়েছেন Aneek Dhar । অভিনয় করেছেন Jeet ও Susmita Chatterjee।
Chengiz Song Widda Song Credits
📌 গানের টাইটেল | WIDDA A TRUS GANGSTER |
🎬 সিনেমা / | Chengiz |
🎙️ সিঙ্গার | Divya Kumar |
✒️ লিরিক্স | Pranjal Das |
🎼 সুরকার | Aneek Dhar |
🏷️ মিউজিক লেবেল | Grassroot Entertainment |
Chengiz Song Widda Lyrics / WIDDA A TRUS GANGSTER Lyrics
" Chengiz Song Widda Lyrics " সম্পূর্ণ তুলে ধরা হল-
আগুন যেন আওয়াজেধোঁয়া ওঠা মেজাজেআগুন যেন আওয়াজেধোঁয়া ওঠা মেজাজেবুকে দামামা বাজেসে এলো যেই...পারেনা কেউ ছুঁতেসে চলে সিনা ঠুকেছাড়ে না শত্রুকেসে কিছু তেই...ভাঙবে তবু সে মজকাবে নাহিসেব না মিলিয়ে যাবে নামৃত্যুকে ভয় সে পাবে নাএমনই জিগরাভুল হয় না তার কোনো নিশানাপ্রতিশোধের সে দিবানানেই পরিধি কোনো সীমানাপুরো মাথা বিগড়া....হে উইড্ডা, উইড্ডা রেহে চেঙ্গিস উইড্ডা রে..হে উইড্ডা, উইড্ডা রেহে চেঙ্গিস উইড্ডা রে..হে উইড্ডা, উইড্ডা রেহে চেঙ্গিস উইড্ডা রে..হে উইড্ডা, উইড্ডা রেহে চেঙ্গিস উইড্ডা রে..(নান্না নান্না নান্না......)রাজার মতো..... করবে সে রাজসবার সাথে.... একা লড়বে আজহুঙ্কারে তার সব ছারকার শত্রুদের ও কপালে ভাঁক গতিতে হয় না তার ক্ষয় বিপদে পায় না সে ভয় এগিয়ে যাবে, নাগাল না পাবে। সে দুনিয়া করবে যে জয় বলেছিল সে কবে দিন মাস নয় বছর নয় গোটা যুগই তার হবে... হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে.. হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে... হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে.. হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে.. হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে.... হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে.. হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে... হে উইড্ডা, উইড্ডা রে হে চেঙ্গিস উইড্ডা রে...
WIDDA A TRUS GANGSTER FAQS:-
প্রশ্ন ১. " Chengiz Song Widda " কে / কারা গেয়েছেন?
উত্তর: WIDDA A TRUS GANGSTER গানটি গেয়েছেন Divya Kumar।
প্রশ্ন ২. " WIDDA A TRUS GANGSTER " গানের কথা (Lyrics) কে লিখেছেন?
উত্তর: WIDDA A TRUS GANGSTER গানের কথা রচনা করেছেন Pranjal Das
প্রশ্ন ৩. " WIDDA A TRUS GANGSTER " গানটিতে সুর দিয়েছেন কে?
উত্তর: Chengiz Song Widda গানের সুরকার হলেন ####
প্রশ্ন ৪. " WIDDA A TRUS GANGSTER " গানটি কোন সিনেমার ?
উত্তর: " WIDDA A TRUS GANGSTER " গানটি বাংলা সিনেমার লিডিং হিরো জিৎ অভিনিত Chengiz সিনেমার।
আমরা আশা করি Chengiz সিনেমার " WIDDA A TRUS GANGSTER " ও ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ৷
Chengiz Song Widda Lyrics / WIDDA A TRUS GANGSTER Lyrics শীর্ষক আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যি কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
সব ধরনের গান এবং ভজন লিরিক্স + ভিডিওর জন্য LyricsInBengali.in এ ভিজিট করুন।
Maine
i Rakhi Hai Son
0 মন্তব্যসমূহ