নমস্কার, LyricsInBengali ওয়েবসাইটে আপনাদের স্বাগত। এই আর্টিকেলে Aigiri Nandini Lyrics in Bengali বা Mahishasura Mardini Lyrics in Bengali পরিবেশন করবো সঙ্গে তার বাংলা অর্থ।
হিন্দু ধর্মের শাস্ত্র জ্ঞান দেবদেবীর পূজা মন্ত্র ভাগবত পুরাণ এবং জানা অজানা বিভিন্ন তথ্যই এই চ্যানেলের মূল বিষয়বস্তু, আজ আপনাদের সাথে একদমই নতুন একটি বিষয়ে আলোচনা করবো
শ্রীমদ আদি শংকর আচার্য রচিত মহিষাসুরমর্দিনী স্তোত্র, আই গিরি নন্দিনীর সম্পূর্ণ বাংলা অর্থ। আসলে সঠিক অর্থ জানা ছাড়া কোনো মন্ত্ৰ বয়স তত্ৰই ফলপ্রদ নয় আপনি যদি অর্থই না জানেন কেবল মুখস্ত মন্ত্র দ্বারা কি মহাশক্তির দর্শন মেলে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে পড়ুন।
Aigiri Nandini Lyrics in Bengali
~| ১ |~
অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি বিশ্ববিনোদিনি নন্দনুতে
গিরিবর বিন্ধ শিরোধিনি-বাসিনি বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে,
ভগবতিহে শিতিকণ্ঠকুটুম্বিণি ভূরিকুটুম্বিণি ভূরিকৃতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ২ |~
সুরবর বর্ষিণি দুর্ধর ধর্ষিণি দুর্মুখ মর্ষিণি হর্ষরতে
ত্রিভুবন পোষিণি শংকর তোষিণি কিল্বিষ মোষিণি ঘোষরতে,
দনুজনি রোষিণি দিতিসুত রোষিণি দুর্মদ শোষিণি সিন্ধসুতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৩ |~
অযি জগদম্ব মদম্ব কদম্ব বন প্রিয়বাসিনি হাসরতে
শিখরিশিরোমণি তুঙ্গহিমালয় শৃংগনিজালয় মধ্যগতে,
মধু মধু রে মধুকৈটভ গঞ্জিনি কৈটভ ভঞ্জিনি রাসরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৪ |~
অয়ি শতখণ্ড বিখণ্ডিতরুণ্ড বিতুণ্ডিতশুণ্ড গজাধিপতে
রিপুগজগণ্ড বিদারণচণ্ড পরাক্রমশুণ্ড মৃগাধিপতে,
নিজভুজদণ্ড নিপাতিত-খণ্ড বিপাতিত-মুণ্ড ভটাধিপতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৫ |~
অয়ি রণদুর্মদ শত্রুবধোদিত দুর্ধরনির্জর শক্তিভৃতে
চতুরবিচার ধুরীণ মহাশিবদূতকৃত প্রমথাধিপতে,
দুরিত দুরীহ দুরাশয় দুর্মতি দানবদূত কৃতান্তমতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৬ |~
অয়ি শরণাগত বৈরিবধূবর বীরবরাভয দায়করে
ত্রিভুবন মস্তক শূলবিরোধি শিরোধি কৃতামল শূলকরে,
দুমিদুমি তামর দুন্দুভিনাদ মহো মুখরীকৃত তিগ্মকরে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৭ |~
অয়ি নিজ হুংকৃতি মাত্র নিরাকৃত ধূম্র বিলোচন ধূম্রশতে
সমর বিশোষিত শোণিত বীজ সমুদ্ভব শোণিত বীজলতে,
শিব শিব শুম্ভ নিশুম্ভ মহাহব তর্পিত ভূত পিশাচরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৮ |~
ধনুরনুষঙ্গ রণক্ষণসঙ্গ পরিস্ফুরদঙ্গ নটৎকটকে
কনক পিশঙ্গ পৃষৎকনিষঙ্গ রসদ্ভট শৃংগ হতাবটুকে,
কৃত চতুরঙ্গ বলক্ষিতি রঙ্গ ঘটদ্বহুরঙ্গ রটদ্বটুকে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ৯ |~
সুরললনা ততথেয়ি তথেয়ি তথাভিনয়োদর নৃত্য় রতে
কৃত কুকুথ কুকুথো গডদাদিক তাল কুতূহল দানরতে,
ধুধুকুট ধুককুট দিহিং ধিমিত ধ্বনি ধীর মৃদঙ্গ নিনাদরতে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্য়কপর্দিনি শৈলসুতে।
~| ১০ |~
জয় জয় জপ্যজয়ে জয় শব্দপরস্তুতি তৎপর বিশ্বনুতে
ঝণঝণ ঝিঞ্জিমি ঝিঙ্কৃতনূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে,
নটিত নটার্ধ নটীনটনায়ক নাটিতনাট্য সুগানরতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১১ |~
অয়ি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনোহর কান্তিয়ুতে
শ্রিত রজনী রজনী রজনী রজনী রজনীকর বক্ত্রবৃতে,
সুনয়ন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাধিপতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১২ |~
সহিত মহাহব মল্লম তল্লিক মল্লিত রল্লক মল্লরতে
বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বর্গবৃতে,
সিতকৃত ফুল্লি সমুল্ল সিতারুণ তল্লজ পল্লব সল্ললিতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৩ |~
অবিরল গণ্ডগলন মদ মেদুর মত্ত মতঙ্গজ রাজপতে
ত্রিভুবন ভূষণভূত কলানিধি রূপ পয়োনিধি রাজসুতে,
অয়ি সুদতী জন লালস মানস মোহন মন্মধ রাজসুতে
জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৪ |~
কমল দলামল কোমল কান্তি কলা কলিতামল ভালতলে
সকল বিলাস কলা নিলয়ক্রম কেলি চলতকল হংসকুলে,
অলিকুল সংকুল কুবলয় মন্ডল মৌলিমিলদভ কুলালিকুলে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৫ |~
কর মুরলী রব বীজিত কূজিত লজ্জিত কোকিল মঞ্জু মতে
মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জগতে,
নিজগণভূত মহাশবরীগণ সদগুণ-সংভৃত কেলিতলে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৬ |~
কটিতট পীত দুকূল বিচিত্র ময়ূখ তিরস্কৃত চন্দ্ররুচে
প্রণত সুরাসুর মৌলিমণিস্ফুর দংশুল সন্নথ চন্দ্ররুচে,
জিত কনকাচল মৌলি পদোর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভকুচে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৭ |~
বিজিত সহস্র করৈক সহস্র করৈক সহস্র করৈকনুতে
কৃত সুরতারক সঙ্গর তারক সঙ্গর তারকসূনু সুতে।
সুরথ সমাধি সমান সমাধি সমাধি সমাধি সুজাত রতে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৮ |~
পদকমলং করুণানিলয়ে বরিবস্য়তি য়োনুদিনং ন শিবে
অয়ি কমলে কমলানিলয়ে কমলানিলয়ঃ স কথং ন ভবেত,
তব পদমেব পরম্পদ-মিত্য়নুশীলয়তো মম কিং ন শিবে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ১৯ |~
কনকলসত্কল-সিন্ধুজলৈরনু সিঞ্জিনুতে গুণ রঙ্গভুবম
ভজতি স কিং নু শচীকুচকুম্ভত তটী পরিরম্ভ সুখানুভবম,
তব চরণং শরণং করবাণি নতামরবাণি নিবাশি শিবম
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ২০ |~
তব বিমলেন্দু কলং বদনেন্দু মলং সকলং ননু কূলয়তে
কিমু পুরুহূত-পুরীংদুমুখী-সুমুখীভিরসৌ-বিমুখী-ক্রিয়তে,
মম তু মতং শিবনাম-ধনে ভবতী-কৃপয়া কিমুত ক্রিয়তে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
~| ২১ |~
অয়ি ময়ি দীনদয়ালুতয়া করুণাপরয়া ভবিতব্য়মুমে
অয়ি জগতো জননী কৃপয়াসি য়থাসি তথানু মিতাসি রতে,
য়দুচিতমত্র ভবত্য়ুররী কুরুতা-দুরুতাপম পাকুরুতে
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে,
জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্য়কপর্দিনি শৈলসুতে।
Aigiri Nandini স্তোত্রটির বাংলা অর্থ
হে গিরি নন্দিনী সমগ্র পৃথিবী তথা মহাবিশ্বকে আনন্দ দান করেন।
এবং নন্দনের দ্বারা প্রশংসিত যিনি বিন্ধু পর্বতের চূড়ায়
অবস্থান করে আপন জ্যোতিতে সমগ্র ভুবন আলোকিত করেছেন।
যিনি বিষ্ণুর যৌবনিদ্রা স্বরূপা সর্বদাই বিজয়নী রূপে প্রশংসিতা।
হে দেবী ভগবতী নীলকণ্ঠ শিবের পত্নী সমগ্র ভুবনের জননী স্বরূপা
হে হিমালয় শুতে অপূর্ব কেশ দ্বারা সুসজ্জিত দানব মহিষাসুরের বিনাশকারীণী দেবী।
তোমার জয় হোক, তোমার জয় হোক, সুরে বরাবর সিনি দূরধর ধর্ষিণী
দূরমুখো মারশিনি হরসর রাতে, ত্রিভুবন পৌষনি সংকর পৌষিনি।
মৌসিনি ঘোর রাতে সুতোর রোসিনী দূর্মাদর সিন্ধু সুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী।
তিনি অংকার আনাদে পৃথিবীর সমস্ত পাপ দূর করেন,
যিনি দোনু অর্থাৎ রাক্ষস বংশকে নাশ করেন।
হে হিমালয় সূতে অপূর্ব কেশ দ্বারা সুসজ্জেদা,
দানব মহিষাসুরের বিনাশকারীণী দেবী।
তোমার জয় হোক, তোমার জয় হোক,
আয় জগদম্বা মাকদাম্বা সিংহাসরতে
অধিষ্ঠাত্রী দেবী সদাই সহাস্যু রূপিণী পর্বত মধ্যে
মস্তক খন্ড করে তাদের দন্ড প্রদান করেছেন
হে হিমালয় সুতে অপূর্ব কেশ দ্বারা সুসজ্জিতা
বম ভোর দিনে পাঠিয়াছি সেই মহিষাসুরমর্দিনী। (Bom Bhor dine Pathiyachhi Sei Mahishasuramardini), পড়তে শুনতে করে করে যে তোমার পবিত্র নাম। (Pordhte Shunte Kare Kare Je Tomar Pavitra Naam)
বিশ্বভার আমাদের শক্তি তোমার বাসুদেব তব চরণে। (Bishwobharo Amader Shakti Tomar Basudeb Tobo Charone), এই নম্রতায় জড়িয়ে রইলাম তোমার চরণধ্যানে। (Ei Namratae Joriye Roilam Tomar Charan Dhyan)
মা তোমার আশির্বাদ হোক আমাদের উচিত সর্বদা। (Ma Tomar Ashirbad Hok Amader Uchit Sarvada), আমরা তোমাকে প্রার্থনা করি শুভ দুঃখ বুক ক্ষত মুক্তির কাজে। (Amra Tomake Prarthana Kori Shubha Dukha Bukshat Mukti'r
তোমার চরণে নমস্কার করি অখণ্ড ভকতি যুক্তি সম্পন্নে। (Tomar Charone Namaskar Kori Okhando Bhakti Yukti Sampanne), করুণাময়ী দুর্গা আমাদের মুক্তি হক জননী। (Karunamayi Durga Amader Mukti Hok Janani)
তব মহিমা আমাদের কাঁপানো মহিমান্বিত আচল পর্বতশৃঙ্গে। (Tabo Mahima Amader Kanpano Mahimanbita Aachal Porbotshringe), তোমার স্মৃতি রক্ষাকাল মারাত্মক মন সমানে। (Tomar Smriti Rakshakal Maratmok Mon Samane)
চিরজীব যতি তোমার লালমা কমল ফুটুক ধর। (Chirajib Jyoti Tomar Lalmakamal Phutuk Dhor), আমরা তোমার চরণে যেন বার বার প্রণাম করি নিরন্তর। (Amra Tomar Charone Jeno Bar Bar Pronam Kori Niranter)
যতিনাথ দাদাগীরি শ্রীময়ী দুর্গা আশির্বাদ করে আমরা সবাইকে। (Jatinath Dadagiri Shrimayi Durga Ashirbad Kore Amra Sabaike), হে দুর্গা তোমার পবিত্র নামে কর প্রণাম আমরা সকল মন্দস্মহার হরে। (He Durga Tomar Pavitra Name Kor Pronam Amra Sokol Mandasmahar Hore)
ওং জয় জগদিশ্বরী মা, জয় জয় জগদিশ্বরী মা। (Om Joyo Jogo-dishori Ma, Joyo Joyo Jogo-dishori Ma)
তোমার চরণে বন্দনা করি, মা দুর্গা, তোমার চরণে বন্দনা করি। (Tomar Charone Bondona Kori, Ma Durga, Tomar Charone Bondona Kori)
জয় দুর্গা, জয় জয় দুর্গা। (Joyo Durga, Joyo Joyo Durga)
শক্তি রূপে তোমি অবিরত থাক, দয়া করে আমার বান্ধবদের উদ্ধার কর। (Shakti Rupe Tomi Abirat Thak, Doya Kare Amar Bandhabder Uddhar Kor)
আমার মনে সদা তোমার জয়জয়কার হবে, দুর্গা মা, তোমার মহিমার প্রতি আমি মন্দ হব। (Amar Mone Sada Tomar Joyojoyokar Hobe, Durga Ma, Tomar Mahimarer Protii Ami Mond Hobe)
তোমার চরণে বন্দনা করি, মা দুর্গা, তোমার চরণে বন্দনা করি। (Tomar Charone Bondona Kori, Ma Durga, Tomar Charone Bondona Kori)
জয় জয় দুর্গে মা, জয় জয় দুর্গে মা। (Joyo Joyo Durga Ma, Joyo Joyo Durga Ma)
তোমার চরণে কুমারী নমন করে, দুর্গা মা, আমি আশা করি তোমার কৃপার করুণ হবে। (Tomar Charone Kumarir Nomon Kore, Durga Ma, Ami Asha Kori Tomar Kripaar Karon Hobe)
তোমার চরণ ধরে নত করে আমি, মা দুর্গা, আমার সর্বশক্তিমান তোমার প্রতি নমন জানাই। (Tomar Charon Dhore Not Kore Ami, Ma Durga, Amar Sorboshaktiman Tomar Protii Nomon Janai)
তোমার জয় জয় করি নিরন্তর, দুর্গা মা, তোমার স্মরণে আমার হৃদয় মগন হয়ে থাকে। (Tomar Joyojoyo Kori Nirontor, Durga Ma, Tomar Smonone Amar Hriday Mogon Hoe Thake)
তোমার চরণে কুমারী নমন করে, দুর্গা মা, আমি আশা করি তোমার কৃপার করুণ হবে। (Tomar Charone Kumarir Nomon Kore, Durga Ma, Ami Asha Kori Tomar Kripaar Karon Hobe)
জয় জয় দুর্গে মা, জয় জয় দুর্গে মা। (Joyo Joyo Durga Ma, Joyo Joyo Durga Ma)
ও মা তরিণী জয় আম্বে, ও মা তরিণী জয় আম্বে। (O Ma Tarini Joy Ambe, O Ma Tarini Joy Ambe)তোমার চরণ ধরে করে প্রার্থনা, মা তরিণী, আমি কখনও তোমার আশ্রয় ছাড়ব না। (Tomar Charon Dhore Kore Prarthona, Ma Tarini, Ami Kokhono Tomar Ashray Chhodbo Na)
তোমার চরণে নমন করি দিন রাতে, ও মা তরিণী, তোমার ভক্তি করি প্রতিদিন। (Tomar Charone Nomon Kori Din Rate, O Ma Tarini, Tomar Bhakti Kori Protidin)
জয় আম্বে জয ভগবতী, ও মা তরিণী জয় আম্বে। (Joyo Ambe Joyo Bhagabati, O Ma Tarini Joy Ambe)
তোমার চরণে আমি জুড়ে বসি, মা তরিণী, তোমার প্রতি আমার প্রণাম। (Tomar Charone Ami Jure Bashi, Ma Tarini, Tomar Protii Amar Pronam)
তোমার চরণ ধরে নমন করি আমি, মা তরিণী, আমার জীবন সম্পূর্ণ তোমার হাতে। (Tomar Charon Dhore Nomon Kori Ami, Ma Tarini, Amar Jibon Sompurno Tomar Hate)
জয় আম্বে জয ভগবতী, ও মা তরিণী জয় আম্বে। (Joyo Ambe Joyo Bhagabati, O Ma Tarini Joy Ambe)
ও মা তরিণী জয় আম্বে, ও মা তরিণী জয় আম্বে। (O Ma Tarini Joy Ambe, O Ma Tarini Joy Ambe)
শ্যামশুন্দরী জয় দুর্গা মা, ভক্ত জনের প্রতিপালিনী। (Shyamshundori Joy Durga Ma, Bhakt Janer Pratipalini)
অমর হস্ত প্রদান কর প্রণাম, ও মা তরিণী, আমার মন প্রসন্ন কর। (Amor Hasto Prodhan Kor Pronam, O Ma Tarini, Amar Mon Proshanno Kor)
সব দুঃখ হরণ কর তুমি মা, সব সুখ দান কর ওমা। (Shob Dukh Horon Kor Tumi Ma, Shob Sukh Dan Kor Oma)
আমি জীবন তোমার হাতে, মা তরিণী, আমি কখনও তোমার বিশ্বাস ছাড়ব না। (Ami Jibon Tomar Hate, Ma Tarini, Ami Kokhono Tomar Bisshas Chhodbo Na)
জয় আম্বে জয ভগবতী, ও মা তরিণী জয় আম্বে। (Joyo Ambe Joyo Bhagabati, O Ma Tarini Joy Ambe)
করুণাময়ী জয় কালী মা, মহিষাসুর বধ করে নির্মল কর জয়দেব। (Karunamayi Joy Kali Ma, Mahishasur Bodh Kore Nirmol Kor Joydev)
অসংখ্য দুর্গা সঙ্গী মা, আশীর্বাদ দাও ভক্ত জনের। (Asankho Durga Songi Ma, Ashirbad Dao Bhakt Janer)
আমি জীবন তোমার হাতে, মা তরিণী, আমি কখনও তোমার বিশ্বাস ছাড়ব না। (Ami Jibon Tomar Hate, Ma)
ও মা তরিণী জয় আম্বে, ও মা তরিণী জয় আম্বে। (O Ma Tarini Joy Ambe, O Ma Tarini Joy Ambe)
শ্যামশুন্দরী জয় দুর্গা মা, ভক্ত জনের প্রতিপালিনী। (Shyamshundori Joy Durga Ma, Bhakt Janer Pratipalini)
অমর হস্ত প্রদান কর প্রণাম, ও মা তরিণী, আমার মন প্রসন্ন কর। (Amor Hasto Prodhan Kor Pronam, O Ma Tarini, Amar Mon Proshanno Kor)
সব দুঃখ হরণ কর তুমি মা, সব সুখ দান কর ওমা। (Shob Dukh Horon Kor Tumi Ma, Shob Sukh Dan Kor Oma)
আমি জীবন তোমার হাতে, মা তরিণী, আমি কখনও তোমার বিশ্বাস ছাড়ব না। (Ami Jibon Tomar Hate, Ma Tarini, Ami Kokhono Tomar Bisshas Chhodbo Na)
জয় আম্বে জয ভগবতী, ও মা তরিণী জয় আম্বে। (Joyo Ambe Joyo Bhagabati, O Ma Tarini Joy Ambe)
করুণাময়ী জয় কালী মা, মহিষাসুর বধ করে নির্মল কর জয়দেব। (Karunamayi Joy Kali Ma, Mahishasur Bodh Kore Nirmol Kor Joydev)
অসংখ্য দুর্গা সঙ্গী মা, আশীর্বাদ দাও ভক্ত জনের। (Asankho Durga Songi Ma, Ashirbad Dao Bhakt Janer)
আমি জীবন তোমার হাতে, মা তরিণী, আমি কখনও তোম
আমি জীবন তোমার হাতে, মা তরিণী, আমি কখনও তোমার বিশ্বাস ছাড়ব না। (Ami Jibon Tomar Hate, Ma Tarini, Ami Kokhono Tomar Bisshas Chhodbo Na)
জয় আম্বে জয ভগবতী, ও মা তরিণী জয় আম্বে। (Joyo Ambe Joyo Bhagabati, O Ma Tarini Joy Ambe)
0 মন্তব্যসমূহ